ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

দগ্ধ ৪৯ শ্রমিককে আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
দগ্ধ ৪৯ শ্রমিককে আর্থিক সহায়তা ছবি: দীপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে দগ্ধ ৪৯ শ্রমিককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ২৪ শ্রমিকের হাতে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করেন মন্ত্রী।



রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢামেক বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি এ আর্থিক সহায়তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য শিরীন আকতার, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক লীগ সভাপতি শুকুর আহমেদ, ঢামেক পরিচালক ব্রি. জে. মুস্তাফিজুর রহমান ও বার্ন ইউনিটের চিকিৎসকরা।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ঢামেক বার্ন ইউনিটের তৃতীয় তলার সভা কক্ষে দগ্ধ রোগীদের এই আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় মন্ত্রী বলেন, গত ৪০ দিনে রাজনীতির নামে সন্ত্রাসের কারণে যারা দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই।

নাশকতাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি মারতে হয়, তাহলে আমাদের মারেন। নিরীহ মানুষকে নয়।

এছাড়া সহিংসতায় যারা দগ্ধ হয়ে কাজে অক্ষম হয়েছেন, তাদের কাজের ব্যবস্থা করার আশ্বাস দেন মন্ত্রী। প্রয়োজনে তাদের বড় অঙ্কের আর্থিক সহযোগিতা দেবেন বলেও জানান তিনি।

শিরীন আকতার বলেন, দেশের মাটিতে যেন এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড না হয়, তার ব্যবস্থা করছে সরকার।

শ্রমিক লীগ সভাপতি শুকুর আহমেদ জানান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ৪৯ শ্রমিককে এই সহায়তা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময় : ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।