সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার থানা রোডে পিকেটিংকালে ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সৈদুর রহমান সহ বিএনপি ও শিবিরের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিরাই থানা রোডে ঝটিকা মিছিল করে ২০ দলের নেতাকর্মীরা। এরপর তারা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করার চেষ্টা করলে পুলিশ পাঁচজনকে আটক করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫