ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

দিরাইয়ে পিকেটিংকালে যুবদল নেতাসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
দিরাইয়ে পিকেটিংকালে যুবদল নেতাসহ আটক ৫

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার থানা রোডে পিকেটিংকালে ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সৈদুর রহমান সহ বিএনপি ও শিবিরের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।



প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিরাই থানা রোডে ঝটিকা মিছিল করে ২০ দলের নেতাকর্মীরা। এরপর তারা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করার চেষ্টা করলে পুলিশ পাঁচজনকে আটক করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।