ফেনী: ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টারকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ৯ জানুয়ারি ফেনীতে ম্যাজিস্ট্রেটের গাড়িতে বোমা হামলার ঘটনায় তাহের ও জিয়াউদ্দিন মিস্টারসহ বিএনপি-জামায়াতের ৪৭ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তাহের ও জিয়াউদ্দিন মিস্টার এই মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। এ সময় শেষ হওয়ার পর রোববার তারা আদালতে গিয়ে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫