ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাসের রানী খালেদা: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
সন্ত্রাসের রানী খালেদা: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সিলেট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশেই সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম ও গুপ্ত হামলা চলছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাকে ‘সন্ত্রাসের রানী’ হিসেবে আখ্যায়িত করেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট কোর্ট এলাকায় স্থাপিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।



অর্থমন্ত্রী বলেন, বিএনপির চলমান আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এটা সন্ত্রাসী আন্দোলন। খালেদা বাসায় বসে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। আর তার ঘোষণায় দলের কিছু গুণ্ডা-পাণ্ডা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ডের ফলে খালেদা এখন ‘সন্ত্রাসীদের রানী’তে পরিণত হয়েছেন।

খালেদা জিয়াকে ‘দেশের শত্রু’ হিসেবেও আখ্যা দিয়ে তাকে পরিহার করা দেশের জনগণের উচিত বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

জেলা ও দায়রা জজ খন্দকার কামালোজ্জামানের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মুহাম্মদ জহিরুল হক।

প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৫তলা সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনের আয়তন ১৭ হাজার ৩শ’ ১৪ বর্গফুট। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে দেশ উন্নয়ন লিমিটেড এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে।

ভবনের প্রথম তলায় রয়েছে হাজতখানা (পুরুষ ও মহিলা), রেকর্ড রুম, মালখানা, নেজারত, জাতীয় আইনগত সহায়তা সংস্থার অফিস, পিপি ও এপিপিদের রুম। দ্বিতীয় তলায় কনফারেন্স রুম, লাইব্রেরি ও দু’টি এজলাসকক্ষ রয়েছে।

তৃতীয় তলায় ৪টি এজলাসকক্ষ, ৪র্থ তলায় ৪টি এজলাসকক্ষ, ৫ম তলায় ৩টি এজলাসসহ মোট ১৩টি এজলাসকক্ষ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।