ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে পেট্রোল বোমা ও ককটেল তৈরির সময় মহিউদ্দিন নামে যুবদলের এক কর্মীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটায় গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে।
তেজগাঁও থানার ওসি (তদন্ত) এবিএম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহিউদ্দিন নামে এক যুবক বসুন্ধরা সিটি শপিংমলের পেছনে কাজীপাড়া এলাকায় নাশকতার জন্য পেট্রোল বোমা ও ককটেল তৈরি করছেন।
এরপর সেখানকার একটি ভাড়াবাড়ির ৩য় তলার মেসে অভিযান চালানো হয়। এ সময় সেই বাড়িতে ককটেল তৈরির সময় মহিউদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি জানান, অভিযানে ওই ওই মেস থেকে দুটি পেট্রোল বোমা, চারটি তাজা ককটেল, খোলা পেট্রোল, ককটেল বানানোর স্প্রিন্টার এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবদে মহিউদ্দিন স্বীকার করেছেন, তিনি একজন যুবদল কর্মী। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫