রাজশাহী: দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫