রংপুর: রংপুরে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, জেলা যুবদলের ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান আসাদ (৩৭), যুবদল কর্মী আদিল (২৪) মিজান (২২), রতন (২০), আল শাহরিয়ার (২২), আহসান হাবিব মুন্না (২০), এলিন (২০), জহির রায়হান (২৭), শিবিরের নেতা মোস্তাছিম বিল্লাহ (২৬), জামায়াত নেতা জমির মিয়া (৫০) ও আঃ ওয়াদুদ (৫২)।
রংপুর কোতয়ালী থানা পুলিশ শনিবার (১৪ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাদের আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশের সিনিয়র উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫