ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আবারও খালেদার কার্যালয়ে খাবার ঢুকতে দেয়নি পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
আবারও খালেদার কার্যালয়ে খাবার ঢুকতে দেয়নি পুলিশ ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে পঞ্চম দিনের মতো খাবার নিয়ে ঢুকতে দেয়নি পুলিশ।

রোবাবর (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শহিদুল ইসলাম নামের এক রিকশাচালক গুলশান বিরিয়ানি হাউজ থেকে ৩০ প্যাকেট খাবার নিয়ে এলে পুলিশ তাকে কার্যালয়ে ঢুকতে বাধা দেয়।

পরে তিনি খাবারগুলো কার্যালয়ের সামনের ফুটপাতে রেখে চলে যান।

রিকশাচালক শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, শাহীন নামের এক ব্যক্তি তাকে ওই খাবারগুলো দিয়ে পাঠিয়েছিলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বাংলানিউজকে জানান, কারাগারেও খাবার দেওয়া হয়। কিন্তু এখানে খাবার নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা কোনো সভ্য রাষ্ট্রের কাজ নয়।

কার নির্দেশে এখানে খাবার দেওয়া বন্ধ রাখা হয়েছে আমরা জানতে চাই বলেও প্রশ্ন করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে সাদা পোশাকে দায়িত্বরত উধ্বর্তন এক পুলিশ কর্মকর্তা জানান, ওপর মহলের নির্দেশ রয়েছে। যে কারণে খাবার নিয়ে ঢুকতে দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।