সাভার: হরতালের সমর্থনে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সাভারের বনগাঁও এলাকা থেকে মিছিল বের করা হয়।
মিছিলটি বনগাঁও এলাকা থেকে শুরু হয়ে সাধাপুর মোড় হয়ে গেন্ডা সড়ক প্রদক্ষিণ করে আবার বনগাঁও গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে যে কোনো মূল্যে হরতাল সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন- সাভার থানা যুবদলের আহবায়ক গোলাম হোসাইন ডালিম, যুবদল যুগ্ম আহবায়ক রুস্তম আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫