ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধ ডেকে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গি মা’ উল্লেখ করেছে বঙ্গবন্ধু জয় বাংলা লীগ। একই সঙ্গে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।



রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।

বিএনপি, জামায়াত-শিবিরসহ ২০ দলীয় জোটের পেট্রোল বোমা নিক্ষেপ, জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালাও-পোড়াও এর মাধ্যমে বিএনপি-জামায়াত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এজন্য আজ তারা দেশের সাধারণ মানুষ হত্যায় মেতে উঠেছে। পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে ‘জঙ্গি মা’ খালেদা জিয়া ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছেন। তার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বলে উল্লেখ করেন বক্তারা।

বঙ্গবন্ধু জয় বাংলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার-ই-আলম প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সুজাউল করিম চৌধুরী বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান মিরজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।