ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

দলীয় নেতাকর্মী গ্রেফতারে যুবদলের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
দলীয় নেতাকর্মী গ্রেফতারে যুবদলের নিন্দা

ঢাকা: দেশব্যাপী যুবদল নেতা-কর্মীদের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানায় সংগঠনটি ।



রোববার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এক বিবৃতিতে এই নিন্দা ও দাবি জানান।  

সংগঠনের দফতর সম্পাদক কাজী রফিকের পাঠানো এই বিবৃতিতে তারা আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে চলমান হরতাল-অবরোধ চালিয়ে যেতে হবে।
 
বিবৃতিতে টাঙ্গাঈল ভূয়াপুর নিকরাইল ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা আ. লতিফ ও জুনেদ আহমদ, চকবাজার থানার সাধারণ সম্পাদক মো. সাবালাকী, রামপুরা থানার যুবদল নেতা সুজন, নওগাঁ জেলা যুবদল যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান টোটন ও মনিরুল ইসলাম প্রিন্সকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।