ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে তিন জামায়াত নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
রাজশাহীতে তিন জামায়াত নেতা আটক ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে জেহাদি বইসহ তিন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- মহানগরীর শাহ মখদুম থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক জফিরুল ইসলাম (৩৭), নওহাটা পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম বকুল (৫০) ও জামায়াতের রোকন আজিজুল হক ওরফে জঙ্গি আজিজুল (৫০)।

আটকের সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জেহাদি বই, জামায়াতের গোপন বৈঠকের নথি, চাঁদা আদায়ের রশিদ ও হিসাব সংক্রান্ত খাতা এবং রেজুলেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।

মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, জামায়াত নেতা মহিলা পলিটেকনিকের শিক্ষক জফিরুল ইসলামকে তার নওদাপাড়ার বাড়ি থেকে শনিবার মধ্যরাতে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বইসহ অন্যান্য সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়।

শিক্ষক জফিরুল সাম্প্রতিককালে রাজশাহী মহানগরী ও এর পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে জানান ওসি মিজানুর।

অপরদিকে, পবা উপজেলার নওহাটা পৌরসভার আমির রফিকুল ইসলাম বকুলকে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর নওদাপাড়া আমচত্বর এলাকা থেকে আটক করা হয়। এছাড়া জামায়াতের রোকন জঙ্গি আজিজুল আটক হয়েছেন শনিবার রাতে মহানগরীর গৌরহাঙ্গা এলাকা থেকে।

মহানগরীর শাহ মখদুম থানার ওসি মিজানুর রহমান আরো জানান, আটক তিন জামায়াত নেতাকে বর্তমানে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে আরও তথ্য উদ্ধারের জন্য তাদের বিরুদ্ধে রিমাণ্ডের আবেদন করা হবে।

আটককৃতদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি মিজানুর।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।