সাভার(ঢাকা): হরতাল-অবরোধের প্রতিবাদে সাভারে মোটরবাইক শোডাউনের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবলীগ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কয়েক’শ মোটরসাইকেল নিয়ে সাভার আওয়ামী লীগ অফিস থেকে মিছিলটি শুরু করে ঢাকা- আরিচা মহাসড়কের আমিনবাজার হয়ে নবীনগর প্রদক্ষিণ করে অবার অফিসে এসে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন সাভার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান।
মিছিল শেষে অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাশকতার তীব্র নিন্দা জানান বক্তারা।
সাভারে আর একটি গাড়ি পুড়লে যুবলীগ তা কঠোর হাতে দমন করবে । আর কোনো অরাজকতা সহ্য করা হবে না বলেও জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫