বগুড়া: বগুড়ায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে বগুড়ার দুপচাঁচিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. সুবাহান (৩৮), বগুড়া শহর যুবদলের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (৩০) ও শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের (৩৫) নাম উল্লেখ করা হয়েছে।
গাজিউর রহমান জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে ভাংচুর, নাশকতা ও অগ্নিসংযোগ মামলার ৯ জনসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান গাজিউর রহমান।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫