ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মহম্মদপুরে জামায়াতের ২ নারী কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
মহম্মদপুরে জামায়াতের ২ নারী কর্মী আটক ছবি: প্রতীকী

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার ভাটরা গ্রাম থেকে জামায়াতের দুই নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।



আটক নারীরা হলেন-ভাটরা গ্রামের নূর মহম্মদের স্ত্রী রুপালী বেগম (৪০) ও একই গ্রামের মৃত তফসীর উদ্দিন মাস্টারের স্ত্রী মুক্তা পারভীন (৪০)।

মহম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী ‍‌উপপরিদর্শক (এএসআই) আশরাফ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত থেকে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে  অংশগ্রহণের অভিযোগে তাদের আটক করা হয়।   

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।