গাজীপুর: চলমান হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে শ্রীপুর পৌর ছাত্রদলের সভাপতিসহ ১০ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদশক সিরাজুল ইসলাম।
এদিকে রোববার (১৫ ফেব্রুয়ারি) হরতাল চলাকালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫