ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ক্ষমতায় যেতে অস্থির হয়ে পড়েছেন খালেদা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
ক্ষমতায় যেতে অস্থির হয়ে পড়েছেন খালেদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া অস্থির হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

রোববার দুপুরে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।   

তিনি বলেন, সংবিধান রক্ষা করে ৫ জানুয়ারি নির্বাচন করা হয়েছে। আন্দলনের নামে ৬৮ জন নিরীহ লোককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এক হাজারের বেশি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এই আন্দোলনে জনগণের কোনো সমর্থন নেই। জনগণ থেমে নেই, তারা স্বাভাবিক চলাফেরা করছেন।
 
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএম মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন মন্নুজান সুফিয়ান,  এসএম কামাল হোসেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।