ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয়ে ঢুকলো শুকনো খাবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
খালেদার কার্যালয়ে ঢুকলো শুকনো খাবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এবার শুধু শুকনো খাবার নিয়ে ঢুকতে দিয়েছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে এ খাবার নিয়ে যাওয়া হয়।



বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বাসা থেকে আনা শুকনো খাবার কার্যালয়ের স্টাফের মাধ্যমে ভেতরে পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা দাবি করেন, শুধু শুকনো খাবারই নয়, ভাত, তরকারি সবজি, চা ইত্যাদি ভেতরে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে দুপুরে শহিদুল ইসলাম নামের এক রিকশাচালক গুলশান বিরিয়ানি হাউজ থেকে ৩০ প্যাকেট খাবার নিয়ে এলে পুলিশ তাকে কার্যালয়ে ঢুকতে বাধা দেয়। পরে তিনি খাবারগুলো কার্যালয়ের সামনের ফুটপাতে রেখে চলে যান।

সেই খাবারগুলো বিকেলে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান শায়রুল কবির।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

** আবারও খালেদার কার্যালয়ে খাবার ঢুকতে দেয়নি পুলিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।