ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

পদত্যাগের দাবিতে খালেদা-তারেকের কুশপুতুল দাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
পদত্যাগের দাবিতে খালেদা-তারেকের কুশপুতুল দাহ ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি থেকে পদত্যাগের দাবিতে চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের  কুশপুতুল দাহ করেছে ‘আসল বিএনপি’।

একই সঙ্গে তাদের ডাকা তিন ঘণ্টা ১৭ মিনিটের হরতাল  সফল হয়েছে বলেও দাবি করেছেন দলটির মুখপাত্র কামরুল হাসান নাসিম।



রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করে হরতাল পালন করেন ‘জিয়াউর রহমানের আসল বিএনপি’ দাবিদার নেতাকর্মীরা।

দলটির মুখপাত্র কামরুল হাসান নাসিম বলেন, আজ আমাদের পূর্বঘোষিত তিন ঘণ্টা ১৭ মিনিটের হরতাল পালন করেছি। হরতাল সফল হয়েছে দাবি করে তিনি বলেন, আপনারা দেখেছেন অন্যান্য দিনের তুলনায় আজকে দুপুরে রাজধানীতে গাড়ি চলাচল অনেক কম ছিল। রাজধানীর অনেক রাস্তাঘাট ফাঁকা ছিল।

তিনি বলেন, আমাদের ডাকে জনগণ সাড়া দিয়েছে।   এজন্য দেশের জনগণকে ধন্যবাদ জানাই।

নাসিম বলেন, খালেদা জিয়ার হরতালে বিএনপির কোনো নেতাকর্মীকে দিনের বেলায় মাঠে দেখা যায় না।   রাতের অন্ধকারে গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে হরতাল পালন করে। আর আমরা ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা দিনের বেলায় প্রেসক্লাবের সামনে পিকেটিং করেছি। এতেই প্রতীয়মান হয় যে, আমরা সফল হয়েছি।

আগামী ছয় মাসের মধ্যে কেন্দ্রীয় কাউন্সিল করে আসল বিএনপি তার নেতৃত্ব ঠিক করবে বলেও জানান তিনি।

গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হরতালের এ ঘোষণা দেন ‘আসল বিএনপির’ মুখপাত্র বলে দাবি করা কামরুল হাসান নাসিম। সেই ঘোষণা অনুযায়ী রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আসল বিএনপির নেতাকর্মীরা হাজির হয়ে প্রথমে জোহরের নামায আদায় করেন। এরপর ‘মা খালেদা তুমি পদত্যাগ কর’ লেখা ব্যানার নিয়ে সমাবেশ করেন।

খালেদা জিয়া ও তারেক রহমানের কুশপুতুল চেয়ার থেকে ফেলে দিয়ে তাতে আগুন দেওয়া হয়। এরপর তারা ‘প্রতীকী পিকেটিং’ করে চলে যান।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।