ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ৩ গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
লক্ষ্মীপুরে ৩ গাড়ি ভাঙচুর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় সিএনজি চালিত দু’টি অটোরিকশা ও একটি টেম্পো ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার মান্দারী-দত্তপাড়া আঞ্চলিক সড়কের করইতোলা এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি সমর্থিত সন্ত্রাসী লম্বা সুমনের নেতৃত্বে অস্ত্রধারী কয়েকজন যুবক ওই সড়কে অবস্থান নিয়ে দু’টি অটোরিকশা ও একটি টেম্পো ভাঙচুর করে। এ সময় তারা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।