ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিমানবন্দর এলাকায় ৮ পেট্রোল বোমাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
বিমানবন্দর এলাকায় ৮ পেট্রোল বোমাসহ আটক ৪ ফাইল ফটো

ঢাকা: বিমানবন্দর থানা জামায়াতের আমির মো. এনামুল হকসহ ৪ জামায়াত কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকার এনামুলের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

এ সময় তার বাড়ি থেকে ৮টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।  

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে রাজধানীতে পৃথক ‍অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও কোতোয়ালী থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রজব আলীকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।