ঢাকা: বিমানবন্দর থানা জামায়াতের আমির মো. এনামুল হকসহ ৪ জামায়াত কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকার এনামুলের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এ সময় তার বাড়ি থেকে ৮টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও কোতোয়ালী থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রজব আলীকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫