ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বেবী নাজনীন আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
বেবী নাজনীন আটক বেবী নাজনীন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খাবার দিতে গিয়ে আটক হয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। রোববার (১৫ ফেব্রুয়ারি’২০১৫) সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।



পরে তাকে ডিএমপির গুলশান থানার দিকে নিয়ে যায় পুলিশ।

জানা যায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেবী নাজনীন খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে গুলশান কার্যালয়ে যান। এ সময় পুলিশ তাকে কার্যালয়ের সামনে থেকে ফেরত যেতে বারবার অনুরোধ করে। বেবী নাজনীন  তখন তাদের বলেন, আমি ‍আমার মায়ের জন্য দই, স্যুপ ও খাবার নিয়ে এসেছি। আমি বিদেশে ছিলাম। মা অনেক দিন ধরে না খেয়ে আছে। মাকে  খাওয়ানোর পর আমি চলে যাবো। আমি একজন সঙ্গীত শিল্পী। এখানে এসেছি খালেদা জিয়ার মেয়ে হিসেবে। আমাকে ভেতরে যেতে দিন।

একপর্যায়ে একটি মাইক্রোবাসে আসা নারী পুলিশ সদস্যরা বেবী নাজনীনকে টেনে তাদের গাড়িতে তুলে নেন।

কণ্ঠশিল্পী বেবী নাজনীন বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সঙ্গে যুক্ত।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।