বগুড়া: গুম, খুন, ক্রসফায়ার বন্ধ কর, পেট্রোল বোমায় মানুষ হত্যা বন্ধ কর, দ্রুত রাজনৈতিক সংকটের সমাধান দাবিতে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের সাতমাথা থেকে মিছিলের মাধ্যমে কর্মসূচির শুরু করেন তারা।
কর্মসূচি চলাকালে বাসদ জেলা শাখার আহবায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু, জেলা শ্রমিক ফ্রন্টের সারধারণ সম্পাদক মাসুদ পারভেজ, শ্রমিক নেতা আবু রায়হান, সুরেশ চন্দ্র দাস মনো, শিব শংকর শিবু, ছাত্রফন্ট জেলা সভাপতি কিবরিয়া হোসেন, ছাত্রফ্রন্ট নেতা দিলরুবা নুরী, শ্যামল বর্মন, রাধারানী বর্মন, মাসুকুর রহমান, ওসমান গণি মুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে নেতাকর্মীরা এক সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তারা বলেন, গুম, খুন, ক্রসফায়ার বন্ধের আহ্বান জানান। তারা মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার খর্ব না করে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে বলেন।
পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করাসহ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় উদ্দ্যোগ গ্রহণের আহবানও জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫