বগুড়া: বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজে অনিদিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল। জেলা ছাত্রদলের পরামর্শে সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে কলেজ শাখা ছাত্রদল এ ধর্মঘট পালনের ঘোষণা দেয়।
রোববার(১৫ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রদল কলেজ শাখার আহবায়ক শফিকুল ইসলাম শফিক এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুর রহমান শাহিনের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার ও তাদের নি:শর্ত মুক্তি, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের ভর্তি বাণিজ্য ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধের প্রতিবাদে এ ছাত্র ঘর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৬ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট পালনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সহযোগিতা চেয়েছে সংগঠনটি।
বগুড়া জেলা ছাত্রদলের সহ সভাপতি ফেরদৌস আজম সুমন জানান, জেলা ছাত্রদলের সঙ্গে পরামর্শ করে কলেজ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫