ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সাক্ষাত চায় মানবাধিকার সংগঠনগুলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
খালেদার সাক্ষাত চায় মানবাধিকার সংগঠনগুলো বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়া / ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

রোববার ( ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় মানবাধিকার সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত মোর্চা চিঠিটি পাঠায়।



ফেডারেশন আফ বাংলাদেশ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (এফবিএইচআরও) সংগঠনের আহবায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. শাহজাহান স্বাক্ষরিত চিঠিটি খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের হাতে পৌঁছে দেওয়া হয়।

আইন ও সালিশ কেন্দ্রসহ প্রায় ৫৭টি মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চার পক্ষ থেকে ওই চিঠিটি দেওয়া হয়।

চিঠি প্রদান শেষে নাগরিক অধিকার স্বাধীনতা সংগঠনের নির্বাহী সভাপতি আজমেরি বেগম ছন্দা সাংবাদিকদের বলেন, দেশের রাজনৈতিক সংকট নিরসন, সহিংসতা রোধ ও গণমানুষের অধিকার সংরক্ষণের জন্য আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিলাম।

খুব শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ওই একই চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।