ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

পুলিশের ওপর হামলা, গুলিতে বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
পুলিশের ওপর হামলা, গুলিতে বিএনপি নেতা নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার সীমাখালি এলাকায় পুলিশের ওপর পেট্রোল বোমা ও ককটেল ছোঁড়ার সময় গুলিতে মশিউর রহমান নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে মাগুরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে।

মশিউর রহমান শতখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সীমাখালির হাসানবাড়ি মোড় ও আসাদ জুটমিলের মাঝামাঝি এলাকায় রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালিখা থানা পুলিশ।

এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটেল ছুঁড়ে মারে অবরোধকারীরা। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড সর্টগানের গুলি ছুঁড়লে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।

এর কিছুক্ষণ পর ঘটনাস্থলের পাশে একটি ঝোঁপের মধ্য থেকে শতখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।