সিলেট: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নেতাকর্মীরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরতলীয় টুকের বাজার এলাকায় তারা এ মিছিল করে।
শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে শিবিরের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫।