নারায়ণগঞ্জ: টানা অবরোধ-হরতালে পেট্রোল বোমা নিক্ষেপকারী ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে নগদ ১০ হাজার টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের উদ্যোগে হরতাল-অবোরোধ ও নাশকতাবিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, আগামীতে যদি নারায়ণগঞ্জে বাসে পেট্রোল বোমা ছোড়া হয়, এমনকি কোনো রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়, তাহলে আওয়ামী লীগের নেতারা শক্ত হাতে তা প্রতিহত করবেন। আজ থেকে নারায়ণগঞ্জে পেট্রোল বোমা নিক্ষেপকারী বা নাশকতাকারীদের যে কেউ ধরিয়ে দিতে পারলে আমার পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হোসেনে আরা বাবলী বলেন, ভাষার মাসে প্রতিবাদ সভা করতে হচ্ছে। কিন্তু এখন ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সময়। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি পক্ষ সুপরিকল্পিতভাবে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। বাংলাদেশ যখন বর্হিবিশ্বে একের পর এক সম্মানিত হচ্ছে, তখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ নাশকতা চালানো হচ্ছে। তাই সবাই মিলে নাশকতাকারীদের প্রতিহত করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আব্দুল্লাহ রোমেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ খান, সদস্য বাবলু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, ঢাকা দক্ষিণের সভাপতি শেখ ওমর ফারুক, নারায়ণগঞ্জ শহর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু প্রমুখ।
প্রতিবাদ সভা সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫