ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করেছে নিয়ে যায়।
রোববার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে খালিশপুরে একটি ক্লিনিকে ভর্তি করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সোয়া ৯টার দিকে ইউপি চেয়ারম্যান আবুল কাসেম খালিশপুর থেকে নিজ গ্রামে ফিরছিলেন।
পথে পুরন্দরপুর এলাকায় দুর্বৃত্তরা রাস্তায় দড়ি টাঙিয়ে তার গতিরোধ করে এবং কুপিয়ে আহত করে তার মটরসাইকেল, নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।
তবে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মহেশপুর থানায় কোনো অভিযোগ দেননি বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫