নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার বন্দর পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ পনেছকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বন্দর উপজেলার সালেহনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতার নূর মোহাম্মদ পনেছের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
এদিকে নূর মোহাম্মদ পনেছকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫