ঠাকুরগাও: ঠাকুরগাওয়ের পীরগঞ্জে সংরক্ষিত মহিলা আসন-৩০১ এর সংসদ সদস্য সেলিনা জাহান লিটার জনসভায় ইট পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সেনুয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জনসভা চলাকালীন সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংসদ সদস্য লিটার উপস্থিতিতে সভায় পীরগঞ্জ আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখার সময় সভার বাইরে থেকে দুর্বৃত্তরা সভাস্থলে ইট-পাটকেল ছোড়ে।
এতে সংসদ সদস্য সেলিনা জাহান লিটার ভাই লিওনসহ তিন জন আহত হন। এছাড়া, এমপি লিটার প্রাইভেটকার সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সংসদ সদস্য লিটা জানান, সহিংসতার অংশ হিসেবেই পরিকল্পিতভাবে এ হামলা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫