জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের সামনে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া একটায় হলের উত্তর পাশের গেটে এ ঘটনা ঘটে।
আ ফ ম কামাল উদ্দিন হলের শিক্ষার্থীরা জানান, রাত সোয়া একটার দিকে কে বা কারা হলের উত্তর পাশের গেটে পরপর দুইটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যাক্তিদের কাউকেই ঘটনাস্থলে আসতে দেখা যায়নি।
এর আগে রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে একটি চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
** জাবির সামনে ট্রাকে পেট্রোল বোমা, ককটেল উদ্ধার