ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে গাড়ি ভাঙচুর, পুলিশের ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
সিলেটে গাড়ি ভাঙচুর, পুলিশের ধাওয়া

সিলেট: সিলেটে হরতাল সমর্থনে বের করা মিছিল থেকে যাত্রীবাহী বাসসহ ৬টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর মিরাবাজার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।



প্রতক্ষ্যদর্শীরা জানান, ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টার হরতাল সমর্থনে কয়েকজন হরতাল সমর্থক সিলেট-তামাবিল মহাসড়কের মিরাবাজার এলাকায় মিছিল বের করে। মিছিল থেকে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তামাবিল থেকে ছেড়ে আসা সিলেট গামী একটি যাত্রীবাহী বাসসহ (সিলেট-ব-৫৫৩৮) ৬ থেকে ৭টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

তবে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে রিকশারোহী এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আহত শিক্ষার্থী শর্মি দাসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রহমত উল্লাহ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করলেও এসএসসি পরীক্ষার্থী আহত হওয়ার বিষয়টি তিনি জানেন না বলে বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।