ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বাস-ট্রাকে পেট্রোল বোমা, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
বগুড়ায় বাস-ট্রাকে পেট্রোল বোমা, আহত ২ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের ঠনঠনিয়ায় বাস ও শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর সড়কের বিহারপুর এলাকায় ট্রাকে পেট্রোল বোমা দিয়ে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। এ ঘটনায় ট্রাকে থাকা দুইজন আহত হয়েছেন।



আহতরা হলেন- ট্রাকে থাকা গরু ব্যবসায়ী কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আব্দুল কাদের (৬০) এবং ট্রাকচালক চট্ট্রগাম বন্দর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে মো. সেলিম (৩৮)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা থেকে আসা বাবলু পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩৮২৮) শহরের ঠনঠনিয়া আন্ত:জেলা বাস টার্মিনালে এসে যাত্রী নামিয়ে দেওয়ার পর হরতাল-অবরোধ সমর্থকরা পেট্রোল বোমা ছুড়লে বাসে আগুন লেগে যায়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে সেখানে অবস্থানরত অন্যসব গাড়িগুলো রক্ষা পায়। তবে এ সময়ের মধ্যে বাসটির প্রায় সম্পূর্ণ অংশই পুড়ে যায়।

বগুড়া সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) প্রবেশনাল উপ-সহকারী কর্মকর্তা (পিএসআই) জিলালুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে কুড়িগ্রাম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে গরু বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো-ড২২৩১) বগুড়া-রংপুর সড়ক দিয়ে যাচ্ছিল। ট্রাকটি শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর সড়কের বিহারপুর এলাকায় পৌঁছালে হরতাল-অবরোধ সমর্থকরা পেট্রোল বোমা ছুড়লে আব্দুল কাদের ও সেলিম আহত হন।    

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫/আপডেট : ১১৩০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।