নোয়াখালী: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতাল চলাকালে নোয়াখালীর বিভিন্ন স্থানে মাইক্রোবাসসহ ১০টি যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা। এতে আলমগীর হোসেন (৪০) নামে মাইক্রোবাসের এক যাত্রী আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পৃথকভাবে এসব যানবাহন ভাঙচুর করা হয়।
আলমগীরের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাউনিয়াপাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রোববার রাতে জেলা শহর মাইজদী পৌর বাজার এলাকায় সিএনজি চালিত দু’টি অটোরিকশা, সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের উত্তরপোল এলাকায় দু’টি অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম জানান, বগাদিয়ায় ভাঙচুরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কোনো ভাঙা গাড়ি পাইনি। তবে দুর্বৃত্তরা কয়েকটি যানবাহন লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে পালিয়ে গেছে।
এদিকে, স্থানীয়দের দাবি, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের কলেজ গেট এলাকায় রাত ১০টার দিকে একটি ক্যাভার্ড ভ্যান, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় চারটি অটোরিকশা ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা আলমগীর আহত হন। হামলার পরপর স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে ওসি সাজিদুর রহমান সাজিদ বলেন, বসুরহাট বাজারে কোনো ভাঙচুরের খবর আমাদের কাছে আসেনি।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫