সাতক্ষীরা: নাশকতার মামলায় সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ছয় কর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে সদর থানায় ছয়জন, কলারোয়ায় একজন, তালায় তিনজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে ১৩ জন, আশাশুনিতে চারজন, দেবহাটায় দু’জন ও পাটকেলঘাটা থানায় দু’জন গ্রেফতার হয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫