ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার লুৎফুল কবির জানান, ওই ঘটনায় মোট ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে সোমবার দুপুরে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করেন শ্রমিকরা। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান কর্মসূচির নেতৃত্ব দেন। কর্মসূচির শুরুর দিকে ও মাঝামাঝিতে দু’দফা ককটেলের বিস্ফোরণ ঘটে। প্রথম দফায় মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটলে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫