ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গুলশানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
গুলশানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৫ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুলশ‍ানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের  ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তবে জিজ্ঞাসাবাদের স্বার্থে আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার লুৎফুল কবির জানান, ওই ঘটনায় মোট ১১ জনের আহত হওয়‍ার খবর পাওয়া গেছে।

এর আগে সোমবার দুপুরে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করেন শ্রমিকরা। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান কর্মসূচির নেতৃত্ব দেন। কর্মসূচির শুরুর দিকে ও মাঝামাঝিতে দু’দফা ককটেলের বিস্ফোরণ ঘটে। প্রথম দফায় মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটলে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।