ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয় ঘেরাও করার লক্ষ্যে গুলশান ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্ব অবস্থান নিয়েছেন মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এসে সেখানে অবস্থান নেন শাজাহান খান।
বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে জোট নেত্রী খালেদার কার্যালয় ঘেরাওয়ের এ কর্মসূচি পালিত হবে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে। পরিষদের আহবায়ক হিসেবে গত ১১ ফেব্রুয়ারি এ কর্মসূচি ঘোষণা করেন শাজাহান খান।
এদিকে ঘেরাও কর্মসূচি থাকায় খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে এ এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫