নোয়াখালী: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালে নাশকতার অভিযোগে নোয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে শহর ও কলেজ ছাত্রদলের দুই সভাপতিসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক নেতাকর্মীরা হলেন- নোয়াখালী শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছালাউদ্দিন সুমন, ছাত্রদল নেতা জুয়েল, ছাত্রদল কর্মী আরিফ ও সুজনসহ ১৫ জন।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সব ধরনের সহিংসতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নাশকতা এড়াতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫