ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে যুবদল নেতার বাড়ীতে আগুন, ২ শিশু আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
নোয়াখালীতে যুবদল নেতার বাড়ীতে আগুন, ২ শিশু আহত

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল ওহাবের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তের হামলায়  আবদুল ওহাবের ছেলে তানভীর হোসেন (১৩) ও ভাতিজা সৈকত (৭) আহত হয়েছে।



রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের উত্তর শুল্লকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবদুল ওহাব জানান, রাতে আবদুল ওহাবের বাড়িতে হামলা চালায় ১৫/২০ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত। এসময় আবদুল ওহাব বাড়ি ছিলেন না। তারা আবদুল ওহাবকে খুঁজে না পেয়ে বাড়ির দু’টি বসতঘরে ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তানভীর ও সৈকতকে পিটিয়ে জখম করে চলে যায় দুর্বৃত্তরা। আগুনে ওহাবের দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরো জানান, দুর্বৃত্তরা তার ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা ও এক ভরি সোনার গহনা নিয়ে গেছে। এদিকে, মালপত্রসহ দু’টি ঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

বেলা সাড়ে ১১টায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সোমবার সকালে আবদুল ওহাবের বাড়িতে আগুন দেওয়ার খবর শুনেছি। তবে এ বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।