বরিশাল: ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী হরতাল কর্মসূচি সফল করার লক্ষে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর ২৯ নম্বর ওয়ার্ড বাঘিয়ায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। তবে তাদের নাম জানা যায়নি।
মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ থাকলেও আভ্যন্তরীণ রুটে বাস চলাচল রয়েছে স্বাভাবিক। রুপাতলী বাসস্ট্যান্ড থেকেও আভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া আভ্যন্তরীণ রুটে যথাসময়ে লঞ্চ চলাচল করছে।
নগরীতে আইনশৃঙ্খলা রক্ষার্থে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫