ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়েছে বিভিন্ন শ্রমিক-কর্মচারী- মুক্তিযোদ্ধা-পেশাজীবী সংগঠন। বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ এ অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়কের মুখে এ কর্মসূচি শুরু হয়েছে।
বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে জোট নেত্রী খালেদার কার্যালয়ের সামনে অবস্থানের এ কর্মসূচি পালিত হচ্ছে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে। পরিষদের আহবায়ক হিসেবে কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন শাজাহান খান।
এর আগে গুলশান ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্ব বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। সেখানে একটি সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা কার্যালয়ের দিকে মিছিলসহ যাত্রা করেন।
অবস্থান কর্মসূচির অংশ হিসেবে ৮৬ নম্বর সড়কের মুখে স্থাপিত অস্থায়ী মঞ্চে সমাবেশ চলছে।
** খালেদার কার্যালয় ঘেরাও করতে গুলশানে শাজাহান খান
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫