ঢাকা: খালেদা জিয়া কর্মসূচি প্রত্যাহার করে আত্মসমর্পনে বাধ্য হবেন বলে মনে করেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সামছুল হক টুকু।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কাজী আরেফ ফাউন্ডেশনের উদ্যোগে কাজী আরেফ’র ১৬তম শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
টুকু বলেন, সরকার সাঁড়াশি অভিযান শুরু করেছে। মানুষ হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। খালেদা জিয়া তার কর্মসূচি প্রত্যাহারে বাধ্য হবেন।
তিনি বলেন, চলমান রাজনীতি সরকার নিয়ন্ত্রণ করছে। দেশের মানুষ শান্তিতে থাকুক খালেদা তা পছন্দ করেন না। তাইতো মানুষ পোড়ার রাজনীতি শুরু করেছেন।
খালেদা জিয়াকে প্রশ্ন করে টুকু বলেন, ‘আপনি মানুষ হত্যা করে আনন্দ পান। আপনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনার আর কত লাশ প্রয়োজন?’
কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি জঙ্গি কর্মসূচি দিয়ে তা জামায়াত-শিবির দিয়ে বাস্তবায়ন করাচ্ছেন। এ হত্যার রাজনীতি বন্ধ করুন। ’
শাহাদাৎ বার্ষিকীতে আওয়ামী লীগ নেতা এম এ করিম, সংগঠনের সভাপতি কাজী মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫