সিলেট: সিলেট মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এদের ৮ জনকে মোগলাবাজার থানা পুলিশ আটক করে।
আটকরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমদ, নগরীর ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেলোয়ার হোসেন, শিবির ক্যাডার মিসবাহ প্রমুখ।
আটক অন্যরা বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫