জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে বাসে পেট্রোলবোমা মেরে নিরাপরাধ মানুষকে পুড়িয়ে হত্যাসহ দেশব্যাপী চরম সহিংসতার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পরিবার।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা পেট্রোলবোমা নিক্ষেপকারী সন্ত্রাসীদের কঠোর হাতে দমন ও পর্দার আড়ালে থাকা মদদদাতাদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
এসময় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন, সাবেক সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ দুই শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যা করছে তা কোনো মানুষ করতে পারে না। বিএনপি-জামায়াতের এ সকল ঘৃণ্য কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আওয়ামী পরিবার বিএনপি-জামায়াতের মানুষ ‘হত্যার’ কার্যক্রম রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫