ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচিতে দুই দফায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) শ্রমিক পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খানের নেতৃত্বে তারা খালেদা জিয়ার ঘেরাও করতে এলে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশের গুলশান থানার পেট্রোল ইনসপেক্টর আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বেলা ১২ টার দিকে ওয়ান্ডার ল্যান্ড পার্ক থেকে কার্যালযের অভিমুখে যাত্রা করলে গুলশান -২ চত্বরে শ্রমিকদের মিছিলকে উদ্দেশ্য করে ২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৬ জন আহত হয়। এর মধ্যে বাবুল নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে কার্যালয় ঘেরাও কর্মসূচিতে শাজাহান খানের বক্তব্য দেওয়ার সময় গুলশানের ৯৪ নম্বর রোডের মাথায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সাভার থেকে বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান জানান, সেখানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জাহাঙ্গীর, আল আমিন ও শরীফসহ স্থানীয় শ্রমিকলীগের ৪ জন আহতকে ভর্তি করা হয়েছে। তারা সবাই গুলশানে ককটেল হামলায় আহত।
এছাড়া গুরুতর আহত ১ জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
** খালেদার কার্যালয়ে নিরাপত্তা জোরদার
** খালেদার কার্যালয় ঘেরাও করতে গুলশানে শাজাহান খান