ঢাকা: চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপেরও সময় নেই উল্লেখ করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ২৯ দলের সমন্বয়ে গঠিত বিএনএ’র জাতীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদের সভাপতিত্বে সম্মেলনে ২৯ দলের নেতারা উপস্থিত ছিলেন।
নাজমুল হুদা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ভোটার তালিকা হালনাগাদ করেই যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। তার আগে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। বর্তমান অস্থিরতা থেকে দেশের জনগণকে বাঁচাতে নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই।
দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, মানুষের জীবনযাত্রার অনিশ্চয়তা নিয়ে নাজমুল হুদা আক্ষেপ করে বলেন, দেশের জনগণের জন্য হলেও এখন নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, যে রাজনৈতিক অনাস্থা ও সংকট চলছে তা নিরসনে ২০১১ সালেই আমি নাজমুল হুদা সংলাপের কথা বলেছিলাম। কিন্তু তখন কেউই আমার আহ্বানে সাড়া দেয়নি। দেশ আজ মহাসংকটে। এখন আর সংলাপেরও সময় নেই, দরকারও নেই। এখন যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫