ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের উল্টো পাশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছের রাস্তায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় পথচারীরা ছোটাছুটি শুরু করেন।
তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সামনে থাকা পুলিশ সদস্যরা ককটেল নিক্ষেপকারীদের খুঁজতে তৎপরতা শুরু করেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫