ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ঘুম ভাঙাতে গুলশান কার্যালয় ঘেরাও-এ এসেছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। স্বয়ং নৌমন্ত্রীরই বক্তব্য এটি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ব্যান্ডদল ও মিছিল নিয়ে তিনি গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে আসেন তিনি।
এ সময় ব্যান্ড দলকে নির্দেশনা দিতে গিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার ঘুম দুপুরের আগে ভাঙে না। তাই, আপনারা ব্যান্ড বাজিয়ে ঘুম ভাঙান।
এখানে দেওয়া এক বক্তব্যে চলমান সংকট নিরসনে খালেদা জিয়ার সুমতির বিষয়টিও তুলে ধরেন তিনি।
গুলশানে আসার পর থেকে শাজাহান খান খালেদা জিয়ার কার্যালয়ের ৮৬ নম্বর রোডের কাছে অবস্থান নেন। তবে কিছুটা দূরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান ঘিরে রাখে।
এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ১১টা থেকেই খালেদা জিয়ার কার্যালয়ের সামনের রাস্তায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
এর আগে সকাল সোয়া ১১টার দিকে আওয়ামী মহিলা লীগের মহানগর শাখা একটি স্তর ভেদ করে খালেদা জিয়ার কার্যালয়ের আরো কাছে চলে আসে। এরপর আসে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন। তারা সেখানে অবস্থান নেন।
দুপুর সোয়া ১২টার দিকে বিপুল লোকের মিছিল নিয়ে আসেন নৌপরিবহনমন্ত্রী। খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যরা সকাল থেকেই মাথায় হেলমেট পরে সতর্ক অবস্থানে থাকেন।
শাজাহান খানের উপস্থিতির পর খালেদা জিয়ার কার্যালয়ের ফটকের সামনে পুলিশ সদস্যরা সারি করে দাঁড়িয়ে থাকেন। এ ছাড়া কার্যালয়ের ছাদ, বারান্দা ও জানালায় উঁকি দিতে থাকেন কার্যালয়ে ভেতরে থাকা অবস্থানকারীরাও।
পরে দুপুর সোয়া একটার দিকে শাজাহান খান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের ওই সড়ক থেকে চলে যান।
সেখানে অবস্থানকাল চলমান হরতাল-অবরোধে দেশের অর্থনৈতিক ও শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন সেখানে অবস্থানকারী নেতারা।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
** হরতাল-অবরোধ প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
** খালেদার কার্যালয় ঘেরাও