ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে মাইক্রোবাসে পেট্রোল বোমা-সিএনজিতে ককটেল, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
সিলেটে মাইক্রোবাসে পেট্রোল বোমা-সিএনজিতে ককটেল, আহত ৪

সিলেট: সিলেট নগরীতে পার্কিং করা একটি মাইক্রোবাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় গাড়িতে অবস্থানকারী এক নারী আহত হয়েছেন।



সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর নয়াসড়কে শপিংমল আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেনাকাটার উদ্দেশে যাত্রীরা মাইক্রোবাসটি (ঢাকা মেট্টো চ-১৫-১৯০৮) আড়ংয়ের সামনে রেখে যান। এসময় গাড়িতে অবস্থান করছিলেন এক নারী। হঠাৎ একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ে। একইসঙ্গে গাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সটকে পড়ে।

আহত ওই নারীর আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়িতে অগ্নিসংযোগের খবরে পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

এ ঘটনার পর নগরীর মিরের ময়দানে শ্রীহট্ট সাংস্কৃতিক কলেজ ও পাশ্ববর্তী রেডিও অফিসের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

দুপুর ১টা ৪ মিনিটের দিকে তিনটি মোটরসাইকেলের আরোহী দুর্বৃত্তরা ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সটকে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এতে দুই শিশুসহ তিনজন আহত হয়েছে। দুই শিশুর নাম নাসির ও হাফিজুর রহমান (১৮ মাস)। তারা সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের মাহবুবুর রহমানের ছেলে। অপর আহত ব্যক্তি হলেন-একটি সিএনজি অটোরিকশার চালক, তবে তার পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।